মসনদে বসে সম্রাট রাজ,
চালায় শাসন সাম্রাজ্য কাজ।
ইচ্ছেমত রীতি নির্দেশ জারি
করে শাসন চালায় ভারি।
মসনদ তরে তরজা কত,
চলে রেষারেষি অবিরত।
বদল আনতে মসনদে রাজার,
তুঙ্গে প্রচার ভোটের বাজার।
কত দান- প্রদানের প্রতিশ্রুতি,
চলে মাপ জনতার অনুভূতি।
নানান উন্নয়ন প্রকল্প প্রচার,
করতে নিজেদের পাল্লা ভার।
গণতান্ত্রিক দেশে আজ রাজা তো নাই,
জনগনের ভোটে জিতে মসনদে ঠাঁই।
তাইতো নানা প্রতিশ্রুতির ধামাকা,
মসনদ পেলেই পোয়া বারো,
আশ্বাস সব ফাঁকা।
মুখোশ পরা এরা কৈতবের দল,
জনকল্যাণের নামে করে ছল।
পেয়ে মসনদ নিজেদের আখের গোছায়,
জনতার ট্যাক্সের টাকায় খেয়ে মদ ,ফুর্তিতে কাটায়।