মেঘ বলে গেল আকাশের কানে তুমি আছ আমি আছি,
তোমার অসীমে ভেসে ভেসে আমি নভৌকা হয়ে নাচি।
গ্ৰহ তারা সাথে আনন্দে রাজি বাসর সাজাই সুখে,
অলীক আবেগে চলি খুশি হয়ে অলকনন্দা মুখে।
হাল্কা উষ্ণ বাতাসের চাপে দ্রুত ছুটি সেই পানে,
ঘুরে ফিরে আসি ব্যাকুলিত হয়ে তোমার আঁচল টানে।
আষাঢ়ের দিনে বাদলের বেশে ঝরে পড়ি ধরা তলে,
সৌদামিনীর তড়িৎ আবহে দোলায়িত হই পলে।
অভিমানী মন ভারাক্রান্ত হয় যদি কোনো ক্ষণে,
সোহাগ চাদরে জড়িয়ে বক্ষে রাখো সদা তোমা সনে।
যোজন ফারাক দূরত্বে যদি হয়ে যাই পথ হারা,
ভালোবেসে খুঁজে আনো তুমি নিজে থাকোনা আমায় ছাড়া।
সুজন বন্ধু তুমি যে আমার জীবনের সাথী হও,
অনুরাগ ভরে প্রেম সুধা দিয়ে পাশে পাশে সদা রও।
শরৎ আকাশে কাপাস তুলোর ভেলায় যখন ভাসি,
ভানুর কিরণ সাথে স্বর্ণাভ আলো দাও ঢেলে রাশি।
শ্রাবণে যখন জল ভরা দেহে গভীর গর্জে ডাকি,
নীরবে সহ্য করো সব তুমি আঙিনায় বসে থাকি।
বিজলি গমক যখন বক্ষে ঝলকানি তুলে রাজে,
তুমি হেসে বলো ঝরাও বৃষ্টি তপ্ত পৃথ্বী মাঝে।
মান অভিমান হয় যদি কভু অকারণ কোনো মোহে,
ক্ষণিক মধ্যে যায় ঘুচে দূরে থাকি একসাথে দোঁহে।