কোন কোন বিয়ে অমরাবতীতে হয়
ছাদনা তলায় ছোট আঙারিয়া নয়।
পাতায় মোড়ানো পাতা কুড়ুনিকে খোলো।
আহত ছেলেটি মেয়েটিকে বিয়ে করে
নিঃস্ব এসেছে নিঃস্বকে ভালবেসে।
তিস্তার ধারে শুধু রেডবুক দিয়ে।
বিয়ে করে নিল ভিসা পাওয়া যায় বলে।
বধূ হত্যার গোধূলি বন্ধ হোক।
বিয়ে না করেও টুগেদার আজীবন।
এক ভরি সোনা, দশ ভরি ছিল রতি।
সই করতে না পাকা জহুরির মতো।
বিশ্বাস নেই, সুতরাং, না-আঁচালে।
এসে দেখে বউ এক কলাপাতা হিরে।
পালিয়ে এসেছ, এসো পালকিতে বসি।
সোনা মুখে খাব যদি জোটে নুন ভাত।