১
তোমার দীঘিতে নামি রাত বারোটায়
কী করে পৃথক করি বৃন্তে ও বোঁটায়?
২
কল ঢুকে যায় মুখে, ঢোকে ব্ল্যাকহোলে
ওঁ স্বাহা, ভালো হত আমি ভালো হলে।
৩
সোনা পাব বলে, মাটি তুলে দেখি হিরে
রাজা ও ভিখিরি একইভাবে আসে ফিরে।
৪
থরো থরো কল, করো যা যা তুমি পারো
বাঁচাও, না হলে, কল খুলে দিয়ে মারো।
৫
রাখো বৃষ্টি, রাখো মদ, রেখে দাও তোমার শর্বরী
উনিশ মুদ্রায় এসো গান্ধীর পায়ের কাছে মরি।
৬
দুপায়ের ফাঁকে পেতেছি কান
যা উপনিষদ, তাই কোরান।
৭
ক্লিটোরিস, তুমি ছিলে ঘোষ বোস গুহ
এখন পদবি নেই, নীল চক্রব্যূহ।
৮
ইরাক জুড়ে লিঙ্গ খোঁজে যোনি
এখন এলে, কেন যে তুমি আগে খোঁজনি?
৯
যা তুমি ধরতে পারো, ধরো
কৃষিকাজ নিয়ে কেন খালি তর্ক করো?
১০
ধান দুগ্ধ যোনি
তুমি কি ভালবাসনি?