আমি বাউন্ডুলে, তাই ভীষণ যন্ত্রণায়ও
খোলে কবিতার আগল।
বুকের ভেতর লুকিয়ে থাকা
দুঃখের বিশাল সামিয়ানায় বিষাদের সুর মিলিয়ে
ধেয়ে আসে শৈল্পিক ভাবনা সকল।
যদিও আমি ছন্নছাড়া, তাই তুলিতে শুধু মৃত্যু আঁকি,
অবকাশ যাপনে অব্যাহতি নেই এক মুহূর্তও।
আহর্ণিশ তুষারপাতের মত ওঁত পেতে থাকা
দুর্বিষহ যন্ত্রণাগুলো তাদের সকল একাকিত্ব কাটিয়ে
নতুন প্রত্যয়ে জ্বলে ওঠার চেষ্টা করে
আমার কবিতার প্রতিটি অক্ষর অক্ষরে,
আখর সাজায় বারংবার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
থামিনি তবুও, সকল সুখ গচ্ছিত রেখে
আলোয় বিছিয়েছি আমার বিছানা
ওই নিস্তব্ধ রাত্রির কোলে,
আর সর্বহারা হয়ে বিনা অভিপ্রায়ে
রক্ত চন্দনে মাখা তেজস্বী স্বপ্নগুলোকে
শান্ত রেখেছি প্রকৃতির সুখের নিলয়ে।