খেলাধুলা শিক্ষার বিষয়
শরীর স্বাস্থ্য ভালো রয়,
খোলামাঠে জলে কাদায়
দৌড়া দৌড়ি করতে হয়।
সাঁতার কাটা নিয়ম করে
হাঁপের অসুখ যাবে দূর,
মনের নন্দে খেলার ছন্দে
গাইবে তখন খেয়াল সুর।
ব্যায়াম কসরত কুস্তি বক্সিং
নানা প্রকার খেলার রূপ,
মেডেল পদক আনতে হলে
অভ্যেস করো বাকি চুপ।
সাইকেল চালাও ঘুড়ি ওড়াও
পাবে তুমি মুক্ত মাঠ,
ছোটো থেকে অভ্যেস করো
অধ্যয়ন আর যোগের পাঠ।