কোন এক মেঘ নদীর ঘাটে
হলুদ পাঞ্জাবি পরে আজও দীপ অপেক্ষা করে
তার সাঁঝের জন্য
সাঁঝ আসে ধীর পায়ে…
কপালে তার চাঁদ টিপ
খোপায় নক্ষত্রের মালা
কোমরে-
জলের কোমর বিছে
পায়ে তার নৌকা- নূপুর
রূপোলি রঙের শাড়িতে
জীবন মাখা গন্ধ নিয়ে সে আসে
দীপের মনের আয়ু দীর্ঘ করে
সে ফিরে যায় আবার
সাঁঝ তো জানে
অল্প আড়াল থাকলে
ভালোবাসা মধু – মিষ্টি হয়
দীপের এই অপেক্ষা যেন এক মায়াবী তুলি
সে তার সাঁঝকে
অজস্র রঙে অযুত জন্ম দেয়
নিজের মধ্যে