আমি কবি ভাই, ভালোবাসা দিয়ে
ভরেছি পৃথিবী তাই –
আমি কবি বলে সকল কথাই
ছন্দে লিখতে চাই!
আমি কবি, তবু শিক্ষক হয়ে
ছড়াই জ্ঞানের আলো।
আমি কবি সেই, জ্ঞানের আলোয়
দূর করে দিই কালো!
আমি কবি এই কারণেই বটে
যেথা সেথা আওড়াই –
শত কবি – রবি, জীবনানন্দ
নজরুলে প্রাণ পাই!
আমি কবি বলে বাঙালিকে হেরি
বিশ্বেরই দরবারে
আমি কবি, ভরে রেখেছি সবার
ভালোবাসা অন্তরে!
আমি কবি তাই অঙ্কুর হতে
চাই মহিরুহ হোক –
আমি কবি চাই বাংলা ভাষাই
পৃথিবী জয় করুক ।