আমার শিরায় বইছে রক্ত
প্রতিবাদী সিলেটির
আমার মন যে গায় ভাটিয়ালি
সুরমা নদীর তীর
মনে সুর খেলে নির্মলেন্দু
হেমাঙ্গরই গান
পদ্মা নদীর এপারে থেকেও
ওপারেও নাচে প্রাণ
সাম্যের গানে কাজী সাহেব যে
উৎসাহ দেন ভরে
আজও বাঙালি শীত বসন্তে
তারই গানে সুরে ফেরে
এপার ওপার কেবলই নামেই
বাঙালিরা এক প্রাণ
অমর একুশে তাই আমরাও
গাই ভাষা নিয়ে গান!
সরপুঁটি বলো, কলমিই বলো
মাসি চাচিদেরই হাতে
স্বাদের রান্না চেটেপুটে খেয়ে
পিঁপড়ে কাঁদাই পাতে!
বাংলার গানে বাংলার প্রাণ
কাব্যেও কিসে কম
শহিদ বেদীতে ফুল চড়াতেই
রোমে কাঁটা হরদম!
আমার শেকড় ওইপারে আর
এপারে আমার বাস
পূর্বজদের ভিটা ওপারেই
বিষণ্নতার গ্রাস
এ দুই দেশের পাঁচিল বন্ধু
যায় না কি ফেলা ভেঙে?
কী প্রয়োজন হানাহানিতে হা
রক্তে যা আছে রেঙে?
শ্বেতপারাবত উড়িয়ে এসো হে
দিই সে প্রাচীর টুটে
হানাহানি যত যাক সে নিপাত
যাক সব বাধা ছুটে!