ভালোবাসার গন্ধেমেশা কাঁচা ঘরটি
কবে যে সাতমহলা হয়ে গেছে
বুঝতেই পারিনি।
যে ভালোবাসার পরশ এক সময়
অলীক মনে হলেও
কবে তা মখমলী শাড়ি হয়ে
আমাকে রঞ্জিত করেছে
তা অনুধাবন করতেই পারিনি।
যে স্বপ্ন ছিল দু জোড়া চোখে
কবে তা বাস্তব হয়ে গেছে
তাই ভাবি!
মাঝে শুধু ছিল এক অস্থির নদী,
আর দমকা বাতাস।
শুধু আগলে রেখেছি সময়কে।
আজ শুধুই রঙিন চারিধার।
ক্লান্ত পথিকদ্বয় আজ রাজারাণী।