কালো কাপড়ের খোল মুখেতে পরানো, দুই হাত
পিছমোড়া করে বাঁধা , দাঁড়িয়ে রয়েছি পাটাতনে,
জল্লাদের ঘামের তিতকুটে গন্ধে ভোরের বাতাস থম –
সময় গুনছে কারা ? ডাক্তার পুলিস জজ ওয়ার্ডেন ? নাকি কেউই গোনে না !
আচমকা নেমে যাবো ঝুপ শব্দে যেখানে ঘোলাটে অন্ধকারে
পোষা হয় ঘামলোনা নোংরা ইতিহাস ;
কাঁপতে থাকবে দড়ি , প্রথমে খুবই ঘনঘন,
দুর্বল ঝাঁকুনি , তারপর স্হির , বোবা চিৎকারে
ওভাবে যেখানে কবি-খুনি নেমে গেছে বহুবার
আমি তো উঠেছি আজ সেইখান থেকে জ্যান্ত হয়ে
এ-ই একমাত্র ওঠা । এছাড়া উপায় নেই শব্দদানবের
যাদের পায়ের কাছে পড়ে থাকে বিধ্বস্ত ভূগোল
মরার জন্য যারা জন্মায় আমি সেই ধর্মবংশ
বাঁচিয়ে রাখার জন্য বারবার ঝুলি না ফাঁসিতে ।