প্রচ্ছন্ন প্রেম
রওশনের সাথে সোহেলের আলাপ হয়েছিল কলেজে।সোহেল চাকরি পায় ব্যাঙ্গালোরে। সোহেল রওশনের সাথে এব্যাপারে কথা বলে। বেশতো সুখবর। কবে খাওয়াবে বল। আগে চাকরি পাকা হোক পরে দেখা যাবে।
রওশনের মন খারাপ করে সোহেল চলে যায় ব্যাঙ্গালোরে। নিয়মিত তাদের মধ্যে ফোনে কথাবার্তা হয়। একদিন সোহেল রওশনকে জানায় এবার কোম্পানি তাকে মেক্সিকো পাঠাতে চায়। শুনে,রওশনের মন খারাপ হয়ে যায়,সে প্রবল আপত্তি জানায়।বলে সেখানে যেতে হবে না। সোহেল বলল আগে শোননা,কেন আমি সেখানে যেতে চাই।
রওশন বলল কেন?
দাদুর মুখে শুনেছিলাম সেখানকার চিহুয়াহুয়ান মরু অঞ্চলে ভিনগ্রহীরা আসে অলৌকিক সব কান্ড করে।
যা,তা আবার হয় নাকি?
দাদু বলেছিল রেডিয়ো সিগন্যাল সেখানে কাজ করে না।
তাই?তোমার দাদু নিজের চোখে দেখেছিলেন?
দাদু প্রথমে শুনেছিল এই অঞ্চলে ভিন্গ্রহীদের আনাগোনা করতে অনেকেই নাকি দেখেছে। একাধিক বার সেখানে উল্কাবৃষ্টিও হয়েছে।এই অঞ্চলে কেউ বাস করে না।
আচ্ছা তোমার দাদু এসব বিশ্বাস করেছিলেন?
না তিনি বিশ্বাস করেন নি বলেই ভিনগ্রহীদের নিজের চোখে দেখতে সেখানে গিয়েছিলেন।
তিনি সেখানে গিয়ে কি দেখেছিলেন?
দেখেছিলেন রেডিয়ো সিগন্যাল চলে যাচ্ছে আর কম্পাসের কাঁটা এলোমেলো ঘুরছে।
ভূতুড়ে এসব কাণ্ড ওখানে ঘটে?
হ্যাঁ গো ওসব ঘটে বলেই এই অঞ্চলের নাম ছিল ‘জোন অব সায়লেন্স’।
দাদুর মুখে শুনেছিলাম একটি রকেট ওই অঞ্চলের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়।
তারপর কি হল?
দাউদাউ করে আগুনজ্বলে রকেটটি জোন অব সায়লেন্সের ঠিক মাঝে ভেঙে পড়েছিল।
তবে তো বেশ রহস্যময় সেই জায়গাটি।
একদম তাই। দাদু বলেছিলেন রহস্যময় এই অঞ্চলটি রোমাঞ্চপ্রিয় পর্যটকদের পছন্দের জায়গা। আমি যাব না সেখানে?
আমার খুব ভয় করে গো।
ভিনগ্রহীরা যদি তোমাকে ধরে নিয়ে যায়?
সোহেল হেসে বলে গেলে যাবে।
তুমি হাসছো,শুনেই তো আমার বুকটা কেমন ধর-ফর করছে।
দাদু বলেছিল রকেট ভেঙে পড়ার পর নাসা এক বিজ্ঞানীকে এই অঞ্চলে পাঠিয়েছিল।
তাতে কি রহস্যের কিনারা হয়েছিল?
না কিনারা হয়নি।
তোমার দাদু কি সেখানে ভিনগ্রহীদের চলাফেরা করতে দেখেছে?
না দাদু সে ব্যাপারে কিছু বলেনি।
এইসব শুনে রওশনের মনে অতিজাগতিক ধারণা চেপে বসে। সে সোহেলকে বলে না তুমি একদম সেখানে যাবে না। সোহেল বলে এসব হয়তো মনের ভুল। তুমি কি বিশ্বাস কর এমন কোন ভিন্গ্রহীরা সেখানে ঘোরাফেরা করে?
কি জানি বাবা। তুমি কিছুতেই সেখানে যাবে না। সোহেল হেসে বলে আমি ব্যাঙ্গালোরে থাকলে তুমি যদি খুব ভালো থাক তবে আমার এখানে থাকাই ভালো। রওশন বলে এখানেই কত রহস্য রোমাঞ্চ আছে সেটা খুঁজে দেখ।