কড়ি নাড়ি,
দুর গ্রাম পথ বেয়ে আসে
টকমিষ্টি ফল
শরীরের অসংখ্য দীন দারিদ্র্যের মানচিত্র
পোড়া মাটির দেওয়াল
একটি নিঃসঙ্গ ছায়ার কান্নানদী
চালতা রঙের একটি মেয়ে
বলে লোকে বেচ বুড়ি
এক খালা চালের বদলে দুখালা বেচ
বা
এক পোয়া মুড়ির বদলে
একখালা
বসে যেখানে পথের ছায়া পড়ে
নিরক্ত টোকার,বেচের গলায়
করুণ নিঃশ্বাস
একটি অরণ্য উপন্যাস