ছয়টি পাখিদের বাসস্থান
তাদের এক একটি আকাশ
আকাশের আয়তন সমান নেই
তাদের ও চিন্তা
রোটি,কাপড়া,মকান
পাখিদের বাসাগুলি
ত্রিকাল যুদ্ধের সৈনিক
পাখিদের বয়স বাড়ার সঙে সঙে
আগুনের তীব্রতা বাড়ে
উলঙ অন্ধকার
ওদেরও প্রয়োজন ইন্দ্রিয়ের
স্বর্গরাজ্য,অপ্সরাও
আঁকড়ে ধরে নিরাকার দুঃখের ঈশ্বর
রোদের নিঃসঙ্গতা
শরীরে রিপু জয়ের কোনো
নেই পিছন দরজা