শর্তহীনের শর্ত কি ছিলো জানো-
মিলন হবে সুমধুর তবু সন্তান হয় না যেন,
নারী মন যদি মাতৃত্বের ব্যাকুল আবেগে পোড়ে,
জননীর অধিকার তাই হাহাকার করে মরে।
মাতৃত্বই চায় নারী বারবার,
মা হওয়া যে তার জন্মের অধিকার
পুরুষ সঙ্গী জানে কি সে গূঢ় কথা,
তরুণী কিংবা বিগত যৌবনাদের মর্ম ব্যথা,
শুধু প্রেম নয় আরও কিছু চায় মা হওয়ার ব্যাকুলতা।
বুকের অপার স্নেহসুধা নিয়ে নারী সন্তান চায়-
কার কি শর্ত তার কিবা এলো গেলো,
বীর্য চুরি তো নিজের জন্য নয়,
আর একটি প্রাণ ধরাতে আনতে চায়।
জেল হয় হোক সন্তান মুখ হেরি-
সারোগেসি ততো তৃপ্তিদায়ক নয়,
উর্বরা ভূমি উষ্ণ বীজ ই চায়,
হোক না সে বীজ স্বেচ্ছায় বা সে চুরি।
গর্ভাধান আর গর্ভাশ্রয়ে জীবিত মর্ত্যপুরি-
নারীর মনকে বুঝতে চায় না কেহ
মা হবার দাবী আদালত মানবে কি,
পৃথিবী কি হবে বন্ধ্যা ঊষর দেহ।
ইচ্ছাপূরণ করবে কি কেউ তার-
কেড়ে নিতে চায় এই পৃথিবীতে জননীর অধিকার!
হে প্রিয় সঙ্গী বীর্য দাও বা না দাও
যুগযুগ ধরে নারী অধিকারে লালিত এ সংসার।।