প্রবাসীর দুখ মনে নাই সুখ
আপন স্বজন ছাড়ি,
ছেড়ে নিজ দেশ গেলো বিদেশ
পেতে টাকা কাঁড়ি ।
বিদেশ ঘরে শ্রমে ভরে
বিরাম নেইকো কাজে,
উদয়াস্ত খাটুনীতেই
টাকার বোঝা রাজে।
নাওয়া খাওয়া থাকা বাদে
যত টাকা বাচে,
টাকা পাঠায় স্বজনে তায়
মনটা সুখে নাচে।
বড়োই ব্যাথা দুখের কথা
বলবো বলো কারে,
পড়লে জ্বরে অশ্রু ঝরে
কেউ থাকেনা ধারে।
প্রবাস যাপন দুখের তবু
হৃদয় পাষাণ করে,
দেশ বাড়ি ঘর সবারে দেয়
সুখের আলো ভরে।