ধবল সাদা বকের সারি
আকাশ বুকে দিচ্ছে পাড়ি,
দ্বিধা দ্বন্দ্ব সকল ছাড়ি
বিবেক দোরে কড়া নাড়ি।
দুঃখ আঘাত সকল ভুলে
বাইবো তরী জীবন কূলে,
যদি ফিরি স্রোতের মূলে
মনকে বাঁধি আশার ফুলে।
পেঁজা তুলো মেঘের ভেলা
নীল আকাশে করছে খেলা,
দুখের ঘায়ে কাটলো বেলা
হাড়ে হাড়ে বুঝছি ঠেলা।
জীবন জুড়ে বাঁকে বাঁকে
বিপদ বালাই কড়া হাঁকে,
উপায় খুঁজি নানা ফাঁকে
ইচ্ছে গুলো স্বপ্ন আঁকে।
থাকলে ডানা পাখির মত
ঘুরে দেখতুম দেশ যে কত,
নদী পাহাড় ঝর্ণা যত
খুব জানি বেশ মজা হত।