পড়বে যত শিখবে তত বাড়বে কত জ্ঞান ,
ভক্তি সহ মনে সদা জ্ঞানীর মান রেখো।
যেথা যত অদেখা আর অচেনা সব কথা,
পুঁথি করে দান।
রূপকথার ওই গল্প শুধু নয়তো গল্প যথা,
হিত কথার মাঝে রয় ধৈর্য্য শ্রমের মূল্য
পিতা মাতার প্রতি পুত্রের শ্রদ্ধা ভক্তির গল্প
নয়কো কল্প কথা।
নিষ্ঠা ভরে সাধনা আর কঠিন শ্রমের ফলে
সফল মানুষ হবেই তা বলেন জ্ঞানী জনে
ধৈর্যের ফল যে মিষ্ট সেতো সবাই জানে
ইতিহাস তাই বলে।
নিষাদ পুত্র একলব্যের সাধনার সে গল্প শোনো
পুঁথিতে যা আছে লেখা জানবে যদি পড়ো
এমন শত শত শিক্ষা মূলক কথা জানতে
দ্বিধা রেখোনা কোনো।
স্বর্গ থেকে বড়ো জেনো নিজ মাতা পিতা
শ্রবণ কুমার মানতো তা পড়ো পুঁথি মাঝে
দয়া মায়া প্রীতি কর্তব্য চাই তাঁদের প্রতি
তাঁরাই পরম মিতা।
তাই বলি,শোনো সবে পড়বে বেশি করে
শিখে যত লিখবে তত থাকবে হৃদি মাঝে
পৃথিবী টা পাঠশালা যে শেখার নেই অন্ত
রেখো হৃদে ধরে।