গরম নিদাঘ খোঁজে ছায়া শ্রান্ত পথিক
জলের খোঁজে তৃষ্ণায় কাতর শুষ্ক পুকুর,
জীমূত কঠিন হলকা গরম পারদ চড়া
দাবদাহে পিচগলা এক কঠিন দুপুর।
মনে আশা স্বস্তি আসবে বৃষ্টি জলে
অঝোর ধারায় ভাসবে দিক আপন তালে
কালবৈশাখী তান্ডব রূপে আসুক তবে
বরণ করে নেবো তারে আগামী কালে।
ফুটিফাটা চৌচির জমি লাঙল ব্যর্থ
অনাহারে থাকতে হবে চাষির কান্না,
ওগো ঠাকুর নিঠুর কেন, দয়া করো
পঞ্চপদে ভোগ নিবেদন, রাঁধবে মান্না।
স্বপ্নে দেখা বর্ষারানি এলো দ্বারে
নূপুর পায়ে রিনিক ঝিনিক শব্দ ধরে,
অপরূপা অঝোর ধারায় ভেজায় মাটি
সকলে আজ উৎফুল্ল যে আনন্দ ভরে।
স্বপ্ন কবে সাকার হবে ভাবছে বসে
গরম হলকা পারদ চড়ায় দিনে দিনে,
মরছে মানুষ জলের আশায় গরম ঘাতে
ভাবছে মানুষ একটা দিন যে গরম বিনে।