মাগো তুমি সারাক্ষণই
রয়েছো অনুভবে,
ভীষণ ভাবে মনে পড়ে
অতীত স্মৃতি সবে।
কত যত্নে করেছো লালন
দিয়েছো স্নেহ ভরে,
কতনা আবদার মিটিয়েছো হেসে
একটুও রাগ না করে।
দুঃখ পেলে আঁচল ছায়ায়
রেখেছো মমতা সাথে,
বিপদে আপদে সমস্যা সমাধান
করেছো নিজ হাতে।
কত যে ত্যাগ করলে স্বীকার
সন্তানের সুখ তরে,
বাৎসল্য প্রেম দিলে অগাধ
সারাটা জীবন ধরে।
জগতের সব মা-ই জানি
এমনটাই হয়,
সন্তানের স্বার্থে জীবন বাজি
রাখতে না পায় ভয়।
তবু কত বৃদ্ধাশ্রমে
অভাগী মায়ের বাস,
একাকীত্বতা সাথে করে যাপন
ফেলে দীর্ঘশ্বাস।