এরপর দিনের শেষে ঠিক
আসবে একটা বৃষ্টি,
কষ্ণ মেঘ জমবে আকাশে
ঝরবে বারিধার মিষ্টি।
টাপুর টুপুর বৃষ্টি নাদ
হবে টিনের চালে,
খুশির মাতন চরাচরে
বন বনানীর ডালে।
সোঁদা মাটির গন্ধ মাখা
বইবে বাতাস দূরে,
জীবজগতে প্রাণের সাড়া
জাগবে নতুন সুরে।
চাষির খুশি বৃষ্টি ভিজে
করবে চাষের কাজ,
তরুলতায় সজীবতা
করবে তখন রাজ।
শীর্ণ নদী ভরবে জলে
পুকুর টলমল,
জুড়িয়ে যাবে দহন জ্বালা
ঠান্ডা হৃদয়তল।