অনেক কথা থাকে
বলা হয় না
হাওয়া পথ পারাপারের সময়
বহে নিয়ে চলে যায়
কথাবাগান
যত্নেছিল বহুযুগ
পেপার ওয়েটের নিচে চাপা
তারপর
বৃষ্টিডাস্টার মুছে দেয় রামধনুআঁকা ব্লাকর্বোড
অস্পষ্ট হয় প্রচ্ছদ পাণ্ডুলিপিও
ছায়াজানালায় শরীরে শরীরে বংশীবাদন
বারান্দায় বসে থাকে
এক অন্যের মুখ ফিরে