খুব ইচ্ছে করতো তোর উপার্জিত টাকায় শপিং করবো
তোকে যখন বলতাম এই কথাটা
তুই হো হো করে হেসে উড়িয়ে দিতিস নিমেষে
আমার খুব কষ্ট হতো
কিন্তু তোকে কখনো কিছু বলিনি
পরে ভাবতাম , আসলে তোর দোষ ছিলোনা
আমিই তো কখনো কথাকে গুরুত্ব দিয়ে বলতে শিখলাম না
ফুটপাত ধরে হাত ধরাধরি করে
কতো বেড়িয়েছি তোর সাথে
শপিং মলে , আইসক্রিমের পার্লারে
কতো কি কিনে দিয়েছি তোকে বারবার
কতো জায়গায় ঘুরেছি তোর হাত ধরে
কখনো চাইনি কিছু তোর কাছে
আজ বড়ো চাইতে ইচ্ছে করে
ইচ্ছে করে তোর সাথে চাইতে
আচ্ছা , তুই একথা জানলে আমাকে কি ভিখারি বলবি?
তুই কি সেই আগের মতোই আমাকে বলবি ‘ছোটলোক’!
আচ্ছা, আমি কি সত্যিই ভিখারি হয়ে গেছি
নাকি তোর চেতনায় জেগে আছে
শুধুই একটি তারকাখচিত রাতের আকাশ