হেরে যাওয়া মানে পরাজয় নয় ।
এখান থেকেই শিক্ষা নিয়ে, এগিয়ে যেতে হয় ।
আজ যে বিজয়ী, সেও একদিন হয়েছিল পরাজিত ।
ভাবুন তো, সেদিন সে যদি হাল ছেড়ে দিত ,
সে কি আর ফিরিত, এই উপকুলে ?
হয়তো তোমারই একটু ভুলে ,
আজ এই পরাজয় ,
তাবলে এমনটা নয় ,
যে তুমি অক্ষম ।
সময় পরীক্ষা লয় ,
তাই সে নির্মম ।
সময়ের শিক্ষায় , যদি কেহ শিক্ষা পায় ,
জ্বালিয়ে আগুন নতুন আশায় ,
যদি মাঝ গাঙে আবার তরী বায় ,
জয় পাবে নিশ্চয় এইবারে ।
সাধ্যি কার , যে পরাজিত করে তারে ।
তোমার পরাজয়ে দোষ কেন দাও অন্যে ।
সাহস নিয়ে মনে, যদি দেখো অরন্যে ,
দেখতে পাবে প্রতিদিন নিত্যনতুন সংগ্রাম ।
বুঝতে পারবে জীবন বোধহয় এরই নাম ।