বুকে জাগে সুখ ঘুচে সব দুখ
ভয় ভীতি যায় সরে,
নাম তব নিলে কত সুখ মিলে
মন প্রাণ যায় ভরে।
জানি ওগো স্বামী নহি আমি দামী
সোজা সাদা আমি অতি,
তুমি ছাড়া ভবে কেবা সাথী হবে
তব পদে রাখি মতি।
আছে যতো আশা সব জলে ভাসা
খুঁজে নাহি পাই কূল,
ভবে জীব যত আছে কত শত
তব কৃপা করি মূল।
চাই তব মায়া দেহ পদ ছায়া
অতি দাতা যেই তুমি,
হৃদ- মাঝে থেকো কৃপা শুধু রেখো
নত মনে পদে চুমি।