অন্তর মাঝে তাঁরই বসত
বৃথা খুঁজে মরি,
ভক্তি ভরে ডাকি সদা
দাওগো দেখা হরি।
সহস্রাধার আজ্ঞাচক্রে
সব হৃদয়ে বাসা,
ধ্যান ও পূজায় প্রতিদিনই
জানাই মনের আশা।
পরম ব্রহ্মের প্রপঞ্চতে
সৃষ্টি মায়ার খেলা,
তাঁরই মাঝে বদ্ধ হয়ে
কাটাই সারা বেলা।
পঞ্চভূতের রূপে আছেন
সকল জীবের মাঝে,
তাঁরই অঙ্গুল নির্দেশনায়
নাচি সকাল সাঁঝে।
ডাকার মতো ডাকলে তাঁরে
হৃদে দেখা পাবে,
হৃদ মাঝারে থাকেন তিনি
কোথায় খুঁজতে যাবে!