পুঁই ডগা মুখে নাচে মধ্যমেধা সুখ
ব্যতিক্রমী উন্মুখ ফেরাতে অসুখ !
শৈশব কৈশোর খেয়েছে প্রতিভা
আজন্ম প্রৌঢ় চোখে পর্যটকী বিভা ।
প্রচলিত ব্যাকরণ পুড়ে পুড়ে ধূপ
আগুন জ্বালিয়ে জলে শুয়ে থাকে কূপ !
সুন্দর ডুবে যাবে দু’ভাবে ভাবালে
মানুষ কি কঙ্কাল , পোষাক ছাড়ালে ?
মগজের ভুল হয় , নামতা ভোলালে
হৃদয়ের তরবারি , মৃত্যু দাঁড়ালে !