দেওয়া-নেওয়া বলতে বুঝি
লেনদেনের ওই খেলা।
হিসাব কষে দেখা গেল
হেরে গেছি মেলা।
হিসেবের ওই পাট চুকিয়ে
এবার বিদায় বেলা।
কপাল আমার মন্দ রে ভাই
সাঙ্গ হলো খেলা।
দেওয়া-নেওয়া বলতে বুঝি
লেনদেনের ওই খেলা।
হিসাব কষে দেখা গেল
হেরে গেছি মেলা।
হিসেবের ওই পাট চুকিয়ে
এবার বিদায় বেলা।
কপাল আমার মন্দ রে ভাই
সাঙ্গ হলো খেলা।