ইঁটের উপর ইঁটের দেহ
প্রান করে আনচান
রাধাচূড়া কৃষ্ণচূড়ার
আঁকব এবার গান
সরিয়ে দেব পাঁচিল যত
খুলে দেব কাঁটা তার
এই পৃথিবীর নতুন নাম
খুশির রঙবাহার
কান্না গুলোয় জমবে ধুলো
কষ্ট যাবে দূরে
নীলের বুকে উড়বে পাখি
নিখুঁত আলোর সুরে
এই পৃথিবী তোমার আমার
রাত এখানে নাই
হিয়ার মাঝে খুঁজে দেখ
এক বিশ্ব ঠাঁই