রাত্রির হতাশা নামে!
আচম্বিতে রাতের শরীর ভেজে বারুদের ঘামে!
মিথ্যাচারী শিশুপালের কুণ্ডলীর অভিশাপ
উদ্দাম তরবারীর আক্রোশে জাগে মৃত্যুর বিলাপ।
ঘোষনা করে নির্মম মৃত্যুদণ্ড সভ্যতার বুকে
অকারণ প্রাণাঞ্জলি নির্মমতার পাকে পাকে।
হাওয়ায় উড়ে পৈশাচিক আগুনের ভস্ম
সূর্যের আলো ভরা জীবন আজ জীবাশ্ম।
নির্জীব দুটি চোখে ঘৃণার অদ্ভুত ভাষা
শ্মশান স্তব্ধতায় সমাপ্তি ঘটে বাঁচার আশা।
ক্ষীণায়ু জীবনে ধর্মের কুঠার মুহূর্তে হিংস্রতার রক্ত ঝরায়
সভ্যতার চোয়ালে বর্বরতার ক্ষত বিদ্রূপের আগুন জ্বালায়।
দেশকাল জুড়ে অকারণ হত্যার উৎসব
আদিমতার নগ্ন উল্লাস যেন চেতনার গলিত শব।
একে কী বিপ্লব বলে? এ যে অবেলার মিথ্যা লড়াই
এইভাবে কলঙ্কিত বিষে ক্রমাগত নিজেকে হারাই।।