খোকাবাবু স্বপ্নে গেল
হাসির রাজার দেশে,
যে দিকে চায়, হাসছে সবাই
আসছে হাসি ভেসে।
রাজার নাকি হুকুম কড়া
চলবে না ভাই কাঁদা,
ভাঙলে আইন,হবে ফাইন
কাঁদে সে কোন্ হাঁদা।
সবাই জানুক সবাই মানুক
প্রজা সবাই সুখী,
দুঃখ ভুলে হাসতে হবে,
জানবে না কেউ দুঃখী।
মনের কষ্ট থাক্ না মনে,
পেটের খিদে পেটে,
কষ্ট ভুলে হাসলে তবে
দুঃখ যাবে কেটে।
সবাই সাবধান ,আসছেন রাজা
কেউ যেন না কাঁদে,
কাঁদলে কিন্তু চাঁদা তুলে
পাঠিয়ে দেবেন চাঁদে।