“ডাকাতারবাবু! ডাক্তারবাবু!! হেঁচকি উঠছে এন্তার |”
এই না বলে হর্ষবর্ধন যেই না কাছে গেলেন তাঁর—
কী ক’রে এক চড় কষিয়ে দিয়েছেন তাঁ বাঁ গালে,
সহর্ষে শ্রীহর্ষকে যেই পেয়েছেন নাগালে |
“হাতে হাতে পেলেন তো ফল, দেখুন কেমন দাবাইটার,
এমনি করে একটি চড়ে হেঁচকি সারাই সবাইকার |
মোটে হাতের একটি চোটে এক চাপটের এ টোটকায়
হাতুড়ে-গোবদ্যি বলে তবু সবাই ঘোঁট পাকায়
যা বলে লোক বলুক না হক, ভয় করে না এ ডাক্তার
আরাম করে আরাম দিয়ে আরাম যা পাই আকছার |
সেরে গেলেন, তবু দেখি মুখ যে বেযায় গোমারা-ভার?”
—“আরে মশাই! আমার কি ছাই! হেঁচকি যে ভাই গোবরাটার!”