হাতির মস্ত কুলা-কান বড়সড়
নয় কুম্ভকর্ণ কাঁচা শ্রুতি নড়বড়।
চলে হাতি একা, মদমস্ত চালে
নেড়িকুকুর ডাকে দলে দলে।
বটগাছ পক্ষীকুলের আশ্রয়
আগাছা নাছোড়বান্দা প্রশ্রয়।
বড় বৃক্ষ বুকপেতে ঝটিকা সয়
দূর্বাদল সদা নত তৃণভূজ অভয়।
মহানুভব নিজ কর্মে মহৎ
শ্রদ্ধায় নতমস্তক তাবৎ জগৎ।
কস্তুরীমৃগ নাভী সুগন্ধে মাতাল
দুর্জন স্বঘোষিত মোড়ল-আতাঁল।
পাকলে আম আপনি ঝরে
মৃত্যুকালে শৃগাল ধায় শহর পড়ে।
আহাম্মক সব বর্ষাকালের ভেক
ময়ূর পাখে বলে কাক, আমায় দেখ।