হাতটা একটু ধর
সবটা চিনিনা তোকে!
বহুদিন পরবাসী,
অধিকার নেই কোনো!
হৃদপিন্ড উপড়ে রেখেছি
সমর্পিত বৃক্ষের কাছে,
আলোকিত শঙ্খের
শব্দ কুশল চেয়ে I
হাতটা একটু ধর
হাঁটবো না বেশিদূর
আলাপে বিস্তারে!
সন্ধ্যাগুলো রচনাহীন,
বাউল সন্ন্যাস!
সম্পর্কের উষ্ণতা
ফেরাতে অটুট থাক
বন্ধুত্বের সঞ্চারে I
হাতটা একটু ধর,
তোকে ভালোবাসি
এই অপরাধে
ছোটো হতে হতে
মিশে গেছি মাটির
মিহিন ভাঁজে I
হাতটা একটু ধর
আমি বিনীত হয়ে
আছি চন্দন বাতাসেI
অলৌকিক আলোর ফুলকি,
আর বুকেতে ছেঁকার দাগ !
সব অনুভব অস্তিত্ব
কেড়ে নেয় মায়াবী জাহাজ I
এই জীবনে অসংখ্যবার
হারিয়ে যাস তুই –
আজীবনের মতো
আজ সব শব্দই অর্থহীন
কথার এই অনুষঙ্গ যতো !
তাই বলছি আবার ,
শেষ বারের মত
হাতটা একটু ধর !