হতবাক
অবাক লাগলেও ‘মৃত’ রোগীর ‘জীবিত’ হয়ে ওঠার ঘটনাটি ঘটেছে শহরের বেসরকারি হাসপাতালে । না, কোন অলৌকিক ঘটনা নয়।জানা গিয়েছে ওই বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন ৬৭ বছরের জনার্দন সোম নামের এক ব্যক্তি।
একবুধবার হাসপাতাল থেকে তাঁর ছেলে সন্দীপকে ফোন করে জানানো হয়, তাঁর বাবা গত হয়েছেন। করোনায় আক্রান্ত থাকায় সন্দীপের সম্মতিতে হাসপাতাল কতৃপক্ষ দেহটি দাহ করেন।
তারপর শনিবার ফের সন্দীপের কাছে ফোন যায় হাসপাতাল থেকে, জানানো হয় তাঁর বাবা এখনও বেঁচে আছেন। তিনি ICU-তে রয়েছেন। একটি বিভ্রাটের দরুণ বালচন্দ্র ঘড়া নামের ৭১ বছরের দেহ ভুল করে দাহ করা হয়।
এই ঘটনা শুনে সন্দীপ বাবাকে ICU-তে দেখতে যায়। হাসপাতালে গিয়ে দেখেন তার বাবা মৃত।
তিনি বলেন, “ যদিও আমার খুশি ক্ষণস্থায়ী ছিল। চিকিৎসক যোগেশ শর্মা আমাকে জানান গতকাল রাতেই বাবা মারা গিয়েছেন।”
তবে কিভাবে তার বাবার মৃত্যু হয়েছে তা নিয়ে হাসপাতালের তরফে কোনও নথি দেয় নি। পরিবর্তে তার হাতে একটি মোটা অঙ্কের বিল ধরিয়ে দেয়।এই দেখে সন্দীপ হতবাক হয়ে যান।