বিয়ের দিনে কনে পালায়
লগ্ন ভ্রষ্ট বর,
হবু শ্বশুর এসে বলেন
রাজকে বিয়ে কর।
অবাক হয়ে তাকায় আমি
সবাই কথা কয়,
হঠাৎ করে বিয়ে হবে
লাগছে ভীষণ ভয়।
শাঁখা পলা কিনে এনে
পরায় আমায় মা,
রাজের মতো ভালো ছেলে
বিয়ে করতে যা।
মার গহনা শাড়ি পরে
ছাতনা তলায় যাই
ওঠ ছুঁড়ি তোর বিয়ে
বলছে হেঁকে ভাই।
সানাই বাজে করুণ সুরে
চলছে বিয়ের কাজ
শুভ দৃষ্টি হলো যখন
লাগে ভীষণ লাজ।
ভড়া পেটে বিয়ে হলো
ঠাকুর করো মাপ,
বিয়ের মন্ত্র পড়ছি আমি
দিওনা কোনো পাপ।