ভালো মন্দের মানুষ যত
এই ভুবনে আছে কত
স্বভাব ভিন্ন রয়,
মন্দ করে পরের ক্ষতি
নেইকো মনে ভয়।
সত্য ধর্মের ধার ধারেনা
পাপের পথটা কেউ ছাড়েনা
মন্দ বুদ্ধি খুব,
বিবেক হুঁশটা বিসর্জনে
দিব্যি থাকে চুপ।
এসব মানুষ ভবের বুকে
হাঁটছে কেমন হাসি মুখে
ধরে বীরের সাজ,
মানুষ নামের তকমা সাঁটা
একটু ও নেই লাজ!
মনুষ্যত্বে ঝামা ঘষে
দিন কাটাচ্ছে রসে বসে
বিবেকহারা হয়ে,
হঁশে ফেরো মানুষ এবার
জ্ঞানের প্রদীপ লয়ে।