সমস্ত বেলা পুড়ে যায় একা একা ক্রোধে
জেগে রয় তোমার দু’চোখ শুধু গভীর গহন,
দু’চোখ ফিরিয়ে নাও আমাকে পুড়তে দাও
একা একা আমার ভিতর।
যে রমনী রেখে যায় স্মৃতি তাকে আমি প্রতারক ভাবি, তাকে আমি অবহেলা করি তাকে আমি আজন্ম নগ্ন করে
অন্ধকারে সভ্যতা শেখাই।
সূর্যকে ছুঁয়েছে নারী এমন একজন আমাকে দীক্ষা দিক,
আমাকে আপন করে নিক
আমাকে নির্লিপ্ত করে কামনায়,
সে আমাকে সভ্যতা শেখাক
দু’চোখ ফিরিয়ে নাও স্মৃতি তুমি সূর্যের দিকে
সময় ফুরিয়ে গেলে কেন তুমি প্রতারক হবে?
কেন জ্যোৎস্নায় একা একা পুড়ে যাবে,
গলে যাবে মোমের মতন অন্ধকার হয়ে?
স্মৃতি তুমি আমাকে ফেরাও।