অশ্রুধারার সাদা পাতায় স্মৃতির অতীত কথা,
হৃদ সায়রে উথাল পাথাল মনখারাপী ব্যথা।
স্বপ্ন মাখা আশাগুলো জীমূত কালো হয়ে,
হতাশাতে যায় হারিয়ে অগাধ ক্ষত লয়ে।
ছন্দে বাঁধা জীবনতরী ক্রমে হঠাৎ করে,
মজে যাওয়া নদীর মত হারায় গতি চরে।
স্মৃতিগুলো বিবর্ণ হায় তবু যে দেয় দোলা,
চুপকথাদের ব্যাকুলতা যায় না কভু ভোলা।
চিরকালের ভালোবাসা বিনি সুতো মত,
অদৃশ্য এক সোহাগ ধারায় বাঁধে জীবন ব্রত।
নোনাজলে সিক্ত হয়ে বিজন ঘরে একা,
স্মৃতির খাতায় রিক্ত মনের বেদন শুধু লেখা।
রঙ তুলিতে আবার নতুন স্বপ্ন সাজাই চুপে,
মনের কোণে শান্তি খুঁজি কত অলীক রূপে।
নাছোড়বান্দা অতীতগুলো আসে ঘুরে ফিরে,
হৃদয় কূলে ঢেউ জাগিয়ে চিত্ত রাখে ঘিরে।
নিত্য দিবস প্রাণ পোড়ানো ব্যাথা আগুন জ্বালা,
হড়পা বানের মতই অঝোর নীরব অশ্রু ঢালা।
এমন করেই দিনের যাপন চলে সকাল সাঁঝে,
স্মৃতির সাথে দারুণ লড়াই করে অন্তর মাঝে।