সময়ের সিঁড়ি ভেঙে উঠে আসে
দৃশ্য সুখ অসুখী অন্দরে ,
মূহূর্তেই আলো জ্বলে মিশকালো
আঁধারের আহত কন্দরে ।
যে ছিলো ভুলের বোঝা
অনুতপ্ত শাকের আঁটিতে ,
ঠিকের কপালে টিপ পূর্ণকুম্ভ সুধা
উপচে পড়ে হৃদয়ের ধিকিধিকি ধূসর মাটিতে ।
এ যেন হঠাৎই পাওয়া লটারির অগুরু সম্ভার
নতুবা স্যমন্তক মুখে সত্যভামা দ্যুতি ,
অথবা দ্য ভিঞ্চি দ্বারে মোনালিসা হাসি ।
আসলে মায়ার কাছে অহঙ্কার হারে বারবার ।
অতঃপর , ঘৃণা নয় , ক্রোধ নয় , সবুজের স্তুতি
স্মৃতির বিচ্যুতি ভুলে এসো ভালবাসি ।