ঝড়ো হাওয়া দিয়ে যায় ডানায় ঝাপট,
স্মৃতিগুলি ছুঁয়ে যায় হাওয়ার দাপট।
তিরতির কাঁপে সুখ পালকের মতো বুক
হালকা হাওয়ায় ওড়ে পলকের সুখ।
পালক পলকে ওড়ে পলকা হাওয়ায়,
স্মৃতির পাতায় লেখা ধরে রাখা দায়!
পিঞ্জরে ভরা ছিল সুখ দুঃখ যত,
খসে খসে পড়ে ঝরা পালকের মতো
পিপাসা মেটাতে যদি এসো নদী তীরে,
উৎকন্ঠায় পথ চেয়ে কেন বসে ধীরে!
নিষ্পত্র গাছ থেকে বাকলের রাশি,
ঝরে পড়া দেখে সবে করে হাসাহাসি।
খসে যাওয়া দিন গুলি হয়েছে ফসিল,
বুকে তবু রয়ে গেছে স্মৃতির দলিল।