দূরে গেলে কি আর ফুরায় গো প্রেম?
ফুরায় কি অপেক্ষারা?
হৃদয় গভীরে, প্রতিটি প্রহরে__
শুধু তারই আসা যাওয়া।
সকালের ফুল বিকেলেই বাসি!
তবু, শুকায় কি আঁখি জল?
চোখের কাজলে সমস্ত পলে,
দেখি তার চলাচল।
ভুলেছি সে পথ, ভুলেছি যে দিক
তবু, তাকে ভুলতে পেরেছি কই?
সে যে প্রতিক্ষণে হৃদকম্পনে__
রয়ে যায় সতততই।
যাবে সে কোথায়? কোথায়ই বা হারায়?
নেই সেতো দূরে নেই!
তাকে রেখেছি যে প্রাণে, নয়নের কোণে!
যায় কী তাকে ভোলা যায়?
