আগের দিনের সেদিন গুলো
ভোলা বড়োই শক্ত
যতই আসুক আধুনিকতা
পুরাতনের নেই কোনো বিকল্প।।
মাটির দেওয়াল খড়ের ছাওয়ানি,
মেঝেই শুয়ে ঘুমিয়ে যেতাম
গরম বলে কিছুই বুঝিনি।
এখন শুধুই আধুনিকতা
ইট পাথরের দালানকোঠা
তারই মাঝে এ সি আটা
কারেন্ট থাকলে চলে বেটা ,
না থাকলে আপন প্রাণ বাঁচা।।
আগের দিনে গাছের ছায়াই
খেলা ধুলা করতো ছেলে পুলে
বয়স্করা ছায়াই বসে আড্ডা দিত
মুক্ত হাওয়া খেতো প্রাণ ভরে।।
বৈশাখেতে পুকুরপাড়ে আম বাগানে
ঢিলটি মেরে আমটি নিতাম পেরে,
নুন লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে মেখে
খেতাম বন্ধুরা সব মাঠে বসে।
কাঁচা ছোলা গাছ শুদ্ধ তুলে এনে
খড়ের আটিই আগুন দিয়ে
ঐ ছোলা পুড়াতাম প্রফুল্ল মনে।
খেতে গিয়ে লাগতো মুখে চোখে কালি
মহানন্দে খেতো ছেলে থেকে বুড়োবুড়ি।।
সেদিন গুলো ফিরবেনা আর
কোনো দিনও কারো জীবনে।।
আধুনিকতায় ভরে গেছে দেশ তাই
পুরাতন ওখান থেকেই শেষ।।