প্রথম পঙক্তি যেই লিখেছি–বর্ণকণা বৃষ্টি হয়ে এসো ,
বাতাস ডানায় সম্মোহিত বর্ণবৃন্দ উড়িয়ে নিল পাতা ।
কোথায় লিখি ? পঙক্তি কাঁধে বাংলা হরফ বলল বেঁকে
ইচ্ছে দিলে বৃষ্টি হবার , কি ভুলো মন , যা তা !
আমি বললাম–কবিতাতেই এসব মানায়
ঘটলে বিপদ বড় ,
সত্যি সত্যি বৃষ্টি হলে বর্ণমালা , লিখব কাদের নিয়ে ?
বলল হরফ– শব্দ প্রয়োগ করার আগেই ভাবা উচিত ছিল ,
ভাবনাটা তো সত্যি ছিল , সংশয়ী মন , ঢাকবে কি শাক দিয়ে !
প্রথম পঙক্তি চলল উড়ে সাগর ঘরে করল মাধুকরী
সাগর দিল গাভীন মেঘের ছন্দবদ্ধ বৃষ্টি সারি সারি ,
পঙক্তি কোঁচর উঠলো ভরে প্রস্ফুটিত হাজার পঙক্তি মালায়
বৃষ্টি হবার কল্প-ধ্যানের ইচ্ছেতে ঘি উপরি কাব্য-নাড়ি ।
আসছে ফিরে দিগ্বিজয়ী বৃষ্টি ডালায় পঙক্তিমালা নিয়ে ,
খুঁজছি হাজার নতুন পাতার আরাম খাতা , কোথায় আছো সিঁড়ি ?
নামতে গিয়ে না পায় যদি এই ঠিকানা পথ এগিয়ে রাখি ,
একটি পঙক্তি মানেই বৃষ্টি স্বয়ংসিদ্ধ লাখ কবিতার পিঁড়ি !