আজকের সমাজ স্বার্থান্বেষী
স্বার্থপর সব লোকে,
নিজের আখের গোছায় কেবল
নেই লজ্জা ভাব চোখে।
অসহায়দের দেয়না সঙ্গ
পাশ এড়িয়ে চলে,
নেই প্রীতিভাব উদারতা
ভেদভাব অন্তর স্থলে।
অহংকারী বিবেকহীন সব
সুখে থাকার আশে,
অসহযোগিতা পোষন করে
সাহায্যে না আসে।
সহযোগিতায় সমাজ হয়
সুন্দর সুশীল সভ্য,
সহানুভূতিশীল মনোভাবে
বিরাজিত রয় সখ্য।