স্বামী
শুনো গো গিন্নি, কোথায় তুমি রও
এখানে আসিয়া খানিকটা সময় তুমিও জিরাও।
সারাটা দিন খাটিয়া খাটিয়া কঙ্কালসার দেহ
দেখিতে পারি না আমি, এই শীর্ণদেহ।
স্ত্রী
বল হে সুজন, তুমি কি বলিতে চাও
মনের কথা প্রকাশ করো, যা বলিতে চাও।
গৃহকর্মে ব্যস্ত এখন, পূনঃ ডাকিও না আর
রন্ধন না হইলে বল, খাইবে কি করিয়া আর।
বসিয়া থাকো তুমি, আরামকেদারা পর
গৃহকর্মের খুঁটিনাটি, বুঝিবে কি করিয়া আর?
স্বামী
ডাকিলাম তোমায়, দুটি কথা বলিবার তরে
এতকথা শুনিবার পরে, মুখেতে কথা না সরে।
চলিয়া যাও তুমি, করো তোমার যা চায় মন
তোমার তরে হইয়া আছে, এ মন উচাটন।
ভাবিয়াছিলাম দেখিবো তোমার ওই শ্রীমুখখানি
তাকাইয়া দেখিব আমি, প্রেমের উৎসখানি।
উৎসুক হইয়া তাই ডাকিয়াছিলাম তোমারে
সময়াভাব তোমার, প্রেমের কথা শুনিবার তরে।
স্ত্রী
বলিহারি যাই আমি, তোমারই প্রেমের ডাক
বুঝিতে কি পারোনা, এড়াইব কেমনে সেই ডাক
তোমারই প্রেমের ডাকে, যেদিন দিয়াছিলাম সাড়া
অদ্যাবধি আমি যেন , দিয়া গেছি সাড়া
জীবনের শেষ দিনেও তুমি থাকিও সাথে আমার
তোমার কোলে মাথা দিয়া যেন যাই পরপার।।