মায়ের ডানা থেকে ছিটকে বেরিয়ে গেল
বুলবুলি পাখিটা।
আকাশের দিকে তাকিয়ে সে ভাবল,
আমি কী স্বাধীন?
হাত ছাড়িয়ে তমালী বলল,
“আজ থেকে তুই একদম স্বাধীন।
সাঁতার কাটবি পুকুরে আজ থেকে তুই একা।”
আনন্দে নেচে উঠল মন,
আমি কী এতটাই বড়! এতটাই স্বাধীন!
দূরন্তবেগে ছুটে গেল সীমানার বাইরে যে বালক
জানলও না এ কোন দেশ!
তবুও জামা খুলে নিশানা বানিয়ে বলল,
“এই আমার দেশ। আমরা স্বাধীন।”
দীনুখুড়ো বিড়ি মুখে জড়িয়ে কাঁশতে কাঁশতে বলল,
“আইজ থ্যিকা আমরা একটু বেশি ভিক্ষা পামু তাইনা? কারণ আমরা স্বাধীন।”
ফাঁকা সিংহাসন,
লোভী শেয়ালের দল ছুটছে দখলে,
আজ তাদের স্বাধীনতা…
স্বাধীনতা কোথায়?
কামড়াকামড়ির সোনার সিংহাসনে? রঙিন গ্যাসবেলুনের মাথায়?