আলস্য ছড়িয়েছে দেহময়,
চোখে এখনও লেগে রয়েছে স্বপ্নের আভা…
চঞ্চল মনটাকে উড়িয়ে নিয়ে যেতে চাইছে
সকল সীমা ছাড়িয়ে দিগন্তের পারে
মন আজ মুক্তবিহঙ্গ হতে চায়,
কায়ার মায়ার আবদ্ধ থাকতে রাজি নয়
বিশ্বময় ছুটে বেড়াতে চাইছে সে,
বয়ে যেতে চায় ঝরনার মতো
কিছু পাওয়ার আনন্দে সে মাতাল হাওয়ায় ভর করে
এগিয়ে যেতে চায় নিরুদ্দেশের পথে,
কিছু খোঁজার নেশায় আজ সে আকুল হয়েছে
হয়তো বা সে খুঁজে চলেছে স্বর্গের ঠিকানা…
বিস্ময় ভরা দুচোখ স্বর্গ সুখের অন্বেষণে ঘুরছে দিগ্বিদিক
যতই মন উড়ে যেতে চায় কায়া ছেড়ে
কোন এক অদৃশ্য প্রেমের বন্ধনে জড়িয়ে থাকে সে
কিছুতেই পারেনা মন পাখি শিকল কেটে বেরিয়ে যেতে,
বন্ধ খাঁচাতেই মন খুঁজে ফেরে স্বর্গের ঠিকানা
ভাবে সে; হয়তো স্বর্গ আছে এই মর্ত্যেই;
বিশ্বাসের অতলে…!!!