এই কি নিঃসীম শুন্যতা ?
স্বর্গের আগের স্টেশন ছোঁয়া।
চার ধার জুড়ে শুধুই শুভ্রতা।
এখানে শোকের কোনো মেঘ নেই,
দুঃখের কোনো বৃক্ষ নেই,
কারুর শরীরে কোনো ঘুমের গন্ধ নেই।
জড়তা কোন দিগন্ত পাড়ে বন্দি।
এই কি স্বর্গের আগের স্টেশন ?
এখানে দয়া মায়ার কোনো স্থান নেই।
আকাশজুড়ে চিল শকুনের ছায়া।
উধাও মুগ্ধতা বুক খালি করা শুধু মুঠো মুঠো কিছু বাতাস।
স্বর্গের আগের স্টেশন ছুঁয়ে এলাম।
মৃত্যুর গন্ধ কি এতোই সুন্দর?