বিয়াস, মর্মমূলে অদৃশ্য বীণায়
তোলে ঝংকার
তোমার রূপালি স্রোতের উচ্ছ্বাস
বেশ রহস্যময়
তুমি কি যাত্রী নির্বাণের পথে?
তা কেনো হবে?
প্রিয়া তুমি! জল নুপুরে কিঙ্কিনী রব তুলে
বর্ফিল ভেজা স্বপ্নের গাঢ় আলিঙ্গণে
ছুটে চলা তোমার, শতাব্দীর পথ ধরে,,,,,
মৌনী তাপসের নিসর্গ জটায়
সমর্পিতা তুমি,,,,,
তোমার উত্তুঙ্গু জলস্রোতের রূপকথারা
নতজানু প্রেমিকের
স্বপ্নের বেদুঈন মাদকতায়
কখনো তোমার তীরে ডাগর সূর্যোদয়,
কখনো অবসন্ন সূর্যাস্ত,
মধ্যরাতের তৃষ্ণায় কাতর
অভিসারিকা তুমি,
তোমার পাঁজরের অস্থিতে গড়ে
সভ্যতার কৌলিন্য প্রাসাদ।
ক্ষিপ্র জলোচ্ছ্বাস নিষ্প্রাণ পাথরের বুকে
রুদ্ধশ্বাস আলোড়ন তোলে
তোমার আহ্বানে দেওয়াল দীর্ণ করে
শিরশিরে স্রোত জাগে ক্ষুধার্ত প্রহরে
কায়াহীন প্রিয়া’র উন্মত্ত উজ্জ্বল জোয়ার
গাঙচিল হয়ে ছুঁয়ে যায়—-
‘ অকস্মাৎ হাজার মশাল’ জ্বলে উঠে
প্রেয়সীর ঘূর্ণি নাচে
তোমার কমনীয় গ্ৰীবার ভাঁজে
প্রেমিকের হাজারো চুম্বন
ভালোবাসার লগ্নে
অনুপম স্মৃতিগুলো জড়িয়ে থাকে,,,,,
হিমালয়! তোমার প্রিয়া
নীল সুখে পূর্ণতায়
আকন্ঠ ডুবে আছে তোমাতে,
স্বরচিত শৈল্পিক ছায়াপথে,,,,,,
ভিড়ের মাঝে অলীক অলিন্দে
ভাসতে ভাসতে ভাবছি,
বিয়াস, তুমি “চিত্রময় বিশদ জগৎ”,,,,,,